
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে নেত্রকোনা প্রেসক্লাবের সহযোগিতায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার বিকালে শেষ হয়েছে।
নেত্রকোনা প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন নেত্রকোনা জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি মঈনউল ইসলাম। প্রশিক্ষনের সার্বিক মূল্যায়নের উপর বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল। কর্মশালায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবি সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন। কর্মশালা পরিচালনা করছেন বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রূশদ।
বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় নেত্রকোনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।