বারহাট্টায় মহান স্বাধীনতা দিবস পালিত

বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় বিনম্্র শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস সোমবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্য ছিল একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, মার্চপাস্ট, বীর মুক্তিযোদ্ধাদের পরিচিতি, মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। সকাল ৮টায় বারহাট্টা সি.কে.পি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এম,পি। ইউএনও ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুর রেজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা মহি উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, সাবেক ডেপুটি কমান্ডার আশরাফ আলী, অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।