
হানিফ উল্লাহ আকাশ: নেত্রকোনার বারহাট্টায় বাল্য বিবাহ নিরোধ করার লক্ষ্যে কিশোর-কিশোরী ও অভিবাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শনিবার দুপুওে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নিবার্হী অফিসার ফরিদা ইয়াসমিন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দীপক কুমার রায় সেন্টুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আব্দুল কাদির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন খান,মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ,মুসলেম উদ্দিন,আশরাফ আহমেদ,হারুন অর রশিদ সহ অন্যরা। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা উপস্থিত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।