
বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনা বারহাট্টা পুকুরের পানিতে ডুবে জনি মিয়া (৪) ও খুকি আক্তার (৩) নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সাহতা ই্উনিয়নের ডেমুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় ডেমুরা গ্রামের মোঃ শাহজাহান্ মিয়ার ছেলে জনি মিয়া ও মেয়ে খুকি আক্তার বাড়ির সামনে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির লোকজনের অজান্তে শিশু দুইটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোজাখুজির পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে দ্রুত তাদের কে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।