
কলমাকান্দা প্রতিনিধি: কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাতলাবন ক্যাটলী মিশন স্কুল মাঠে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী ও সংগঠন প্রতিরোধ যোদ্ধা পরিষদ ব্যানারে রবিবার প্রতিরোধ যোদ্ধাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিরোধ যোদ্ধা পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি আনোয়ারুল হক সেলিম তালুকদারের সভাপতিত্বে ও প্রতিরোধ যোদ্ধা মোস্তাফিজুর রহমান দুলালের পরিচালনায় সমাবেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রতিরোধ যোদ্ধা পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক, সমাজ উন্নয়ন কর্মী মানু মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, প্রতিরোধ যোদ্ধা চন্দন বিশ্বাস, প্রতিরোধ যোদ্ধা পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সুবীর রঞ্জন সরকার, প্রবীন প্রতিরোধ যোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সুকুমার সরকার, গিলভার্ট চিসাং, শিশির কুমার দাজেল, গৌরাঙ্গ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান চান মিয়া দেওয়ানী, আমিন শেখ, আমজাদ হোসেন, মোঃ রুহুল আমীন ও এস.এস. আলমগীর গোলাপ প্রমুখ। সমাবেশে নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রতিরোধ যোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মানু মজুমদার বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। অর্জন করেছি স্বাধীন সার্বভৌম ও বাংলাদেশ। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করার পর আমরা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধে জাপিয়ে পড়ি। অনেক অত্যাচার, নির্যাতন বঞ্চনা পেরিয়ে এখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্নের বাংলা গড়তে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন যাকে দিবেন তাহার পক্ষে আমরা কাজ করব।