নেত্রকোনায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি : নেত্রকোনার উন্নয়নে বাংলাদেশ প্রতিদিন সাথে ছিলো, আগামীতেও সাথে থাকবে এই অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে পত্রিকাটির প্রতিষ্টাবার্ষিকী। ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে এক মনোমুগ্ধকর আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে নেপালের ত্রি ভূবনে বিমান বিধবস্থ হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নেত্রকোনা প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আলপনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা আবু আককাস আহমদ, জেলা বারের সাধারণ সম্পাদক শফিউল হাসান মঞ্জু, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক কামরুল হাসান, মহিলা পষিদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানী, জেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাবেক প্রেসক্লাব সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান, নারী শিশুর অতিরিক্ত পিপি আব্দুল হান্নান রঞ্জন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, শিকড় উন্নয়ন কর্মসূচীর সম্পাদক জিয়াউর রহমান খোকন, কালের কন্ঠের প্রতিনিধি মিজানুর রহমান নান্নু, ইনকিলাবের প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ, জনকন্ঠ প্রতিনিধি সঞ্জয় সরকার, বিটিভির প্রতিনিধি শিমুল মিলকী, প্রথম আলো প্রতিনিধি পল্লব চক্রবর্তী, টেলিভিশন মিডিয়া ফোরামের সভাপতি ভজন দাস, সম্পাদক আনিসুর রহমান, কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, স্থানীয় দৈনিক দেশকন্ঠস্বর পত্রিকার সম্পাদক আনিছুর রহমান, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, উদীচী শিল্পীগোষ্ঠির সহ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, উপজেলা পর্যায়ের শ্রেষ্ট জয়িতা নাজনীন সুলতানা, বাংলা নিউজ টোয়েন্টিফোর এর প্রতিনিধি সৌমিন খেলন, নিউজ ২৪ এর প্রতিনিধি সোহান আহমেদ কাকন প্রমুখ।
আলোচনা সভা শেষে নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমকে সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ অন্যরা। অনুষ্ঠানে রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।