মোহনগঞ্জে ফসল রক্ষায় পারচিং উৎসব

এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোনার মোহনগঞ্জে সোমবার মাইজহাটী গ্রামে পারচিং পোতার উৎসব অনুষ্ঠিত হয়। বোরো জমিতে ডাল পোতে পাখি বসার ব্যবস্থা করে পোকা দমনের লক্ষে এই উৎসবের আয়োজন করে স্থানীয় কৃষি সম্প্রসারণ অফিস। এ উপলক্ষে মাঘান সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, কৃষি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম নাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মিনুয়ারা আক্তার, কৃষক নেতা মোঃ আবু নাসের, উপসহকারী কৃষি অফিসার মোঃ অলি উল্লাহ, কৃষক মোঃ সহিম উদ্দিন খান লিটন প্রমুখ। সঞ্চালনায় করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ দুলা মিঞা।
কৃষি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম নাফিজ জানান পারচিংয়ে পাখি বসে ফসলের ক্ষতিকর পোকা খেয়ে ফসলকে রক্ষা করে। এতে কোন অর্থ ব্যয় হয়না, হয়না পরিবেশ দূষণ এমনকি বেঁচে থাকার সুযোগ পায় বন্ধু পোকারা। অপর পক্ষে বিষ প্রয়োগ করা হলে ক্ষতিকর পোকার সাথে বন্ধু পোকারাও মারা যায় এবং অর্থ ব্যয়সহ পরিবেশও দূষিত হয়। তাই বোরো ধানের ক্ষতিকর পোকা দমনের পরিবেশ সম্মত পদ্ধতি পারচিংকে জনপ্রিয় করতেই মোহনগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজন পারচিং উৎসব।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।