প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসানকে মোহনগঞ্জে গণ সংবর্ধনা

এস.এম.সারোয়ার খোকন: নেত্রকোনার মোহনগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসানকে গণ সংবর্ধণা দেওয়া হয়েছে। সোমবার রাত আটটার স্থানীয় শহীদ আলী উছমান শিশু পার্কের মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে সুধী সমাজের উদ্যোগে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ গণ সংবর্ধণা দেয়া হয়। আনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদ ইকবালের সঞ্চালনায় সংবর্ধণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহজাহান মিয়া, উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, আওয়ামী লীগ নেতা মির্জা আব্দুল গনি, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান রতন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক প্রমুখ।

গণ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসানকে উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান প্রেসক্লাবসহ নানা পেশার লোকজন ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। গণ সংবর্ধণা শেষে মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ ইউছুফ আলীর সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সহসভাপতি সুলতান আহমেদ।

অপরদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মোহনগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান। উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও পরবর্তী উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন,এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান, পৗর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তরুজামান, উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুব আলম প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।