
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ হলরুমে শহীদ দিবস,ডিজিটাল উদ্বাবনী মেলা ও বই মেলার প্রস্তুতিমূলক সভা উনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বি করেন জেলা প্রশাসক ড.মোঃ মুশফিকুর রহমান। এসময় সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাঃ খালিদ হেসেন, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার একে এম আশরাফুল আলম,সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নুরুল আমিন,প্রেসক্লাব সম্পাদক শ্যামালেন্দু পাল, কবি সাইফুল্লা ইমরান প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক সামাজিক সাংস্কুতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।