
খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রৌফ স্বাধীন (৪৮) স্থানীয় মাকলাইন জলমহালে মাছ লুট ও সন্ত্রাসী কার্যক্রমের মামলায় গ্রেফতার হয়েছেন।
সোমবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশ ইটনা বাজারের ট্রলার ঘাট থেকে তাকে গ্রেফতার করে খালিয়াজুরী থানা পুলিশের হাতে হস্তান্তর করে। স্বাধীন খালিয়াজুরীর পাঁচহাট গ্রামের মৃত ইসমাঈল মিয়ার ছেলে।
খালিয়াজুরী থানার ওসি মো. হযরত আলী জানান, গত ২১ জানুয়ারী বিকেলে আব্দুর রৌফ স্বাধীনসহ ৪৮ জনের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা করেন উপজেলার পাঁচহাট গ্রামের মৃত কান্দর বেপারীর ছেলে হানিফ বেপারী (৪০)। হানিফ জলমহালের একজন রক্ষক। তার মামলায় স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় উল্লেখ আছে উপজেলার পাঁচহাট সংলগ্ন মাকলাইন জলমহালে দীর্ঘদিন ধরে আসামিরা মাছ লুটপাট করছে এবং জলমহালে রক্ষনাবেক্ষনে থাকা লোকদের মারধর করছে বলেও ওসি জানান।