
বিশেষ প্রতিনিধি: সরকারে উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, এমডিজি অর্জনে সাফল্য প্রচার ও এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধু করাসহ সরকারি দপ্তরগুলোতে কি ধরনের সেবা দেওয়া হয় তা জনগণের কাছে তুলে ধরার জন্য নেত্রকোনায় আজ বৃহস্পতিবার থেকে দুই দিনব্যপী উন্নয়ন মেলা শুরু হচ্ছে। শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরাল প্রাঙ্গণে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন। বিষয়টি বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের জানান। তিনি জানান, মেলায় বিভিন্ন দপ্তরের সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৮৪টি স্টল বসবে। এ ছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিনোদনের ব্যবস্থা থাকবে।