
কলমাকান্দা প্রতিনিধি: সারা দেশের ন্যায় কলামাকান্দায় সোমবার বাংলাদেশ হেল্থ এসিসটেন্ট এসোসিয়েশন এর আহব্বানে কর্ম বিরতি পালন করা হয়েছে। ১৯৯৮ সালে প্রধান মন্ত্রীর ঘোষনার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হেল্থ এসিসটেন্ট এসোসিয়েশন কলমাকান্দা উপজেলা কমিটির সভাপতি নিলয় সাহা ও সেক্রেটারি মো. আখতারুজ্জামানের নেতৃতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে কর্ম বিরতি পালন করা হয়। বক্তরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এতে উপজেলার সকল হেল্থ এসিসটেন্টরা অংশ নেয়।