নেত্রকোনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হবে শনিবার

বিশেষ প্রতিনিধি : ভিটামিন এ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সকালে নেত্রকোনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হবে। বৃহস্পতিবার  দুপুরে সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ক্যাম্পেইনে জেলার ১০ টি উপজেলার ৮৬ টি ইউনিয়নে স্থায়ী-অস্থায়ী ও ভ্রাম্যমাণ টিম পরিচালনা করে ৩৫৬৫৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাসের শিশু রয়েছে ৩৬৬২২ ও ১২-৫৯ মাসের ৩১৯৯৭২ জন। এদিন দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা হয়। এতে সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে ও ডা. মৃদুল দেবনাথের পরিচালনায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সম্পাদক এম.মুখলেছুর রহমান খান, সাংবাদিক আব্দুল হান্নান রঞ্জন, ফকরুল হক প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।