মদনে পিবিকে সংস্থার কেয়ার টেকার প্রশিক্ষণ অনুষ্ঠিত

মদন প্রতিনিধি : দাতা সংস্থা চ্যারিটি ওয়াটারের অর্থায়নে ও কনসার্ন ওয়াল্ডওয়াইড এর সহযোগিতায় পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) এর ওয়াশ প্রকল্প নিরাপদ পানির উৎস রক্ষণাবেক্ষণ ও তদারকির জন্য প্রত্যেক ওয়াটার পয়েন্ট থেকে ০১ জন নারী, ০১ জন পুরুষ কে প্রশিক্ষণের অংশ হিসাবে মদন উপজেলায় পিবেকে ওয়াশ প্রকল্প অফিসে ২০ ডিসেম্বর বুধবার গভীর নলকূপ মেরামত ও পরিচালনা বিষয়ক এক দিনের কেয়ার টেকার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান। পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) এর টেকনিকেল অফিসার মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় পিবিকে প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, নলকূপ মেকানিক্স মোঃ নয়ন মিয়া । প্রশিক্ষণে ৮ টি ওয়াটার পয়েন্ট থেকে আগত ১৬ জন প্রশিক্ষণার্থীকে গভীর নলকূপ মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর বাস্তব ধারণা সহ নিরাপদ পানির জন্য উৎসটি সচল রাখার ব্যাপারে সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়। প্রধান অতিথি প্রকল্পের কাজের প্রশংসা করে বলেন,অত্র উপজেলায় ইতি মধ্যে ১৩৮টি গভীর নলকূপ বাস্তবায়ন কাজ সম্পন্ন হয়েছে। এ গুলো সচল ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব এক মাত্র আপনাদের। যদি বড় রকমের কোন সমস্যার কারনে নলকূপ অচল থাকে বা যৌথ ভাবে ব্যবহারে কমিউনিটিতে অসুবিধা সৃষ্টি হয় তা হলে সাথে সাথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করে আমাদের অবহিত করবেন। এ সময় তিনি উপস্থিত ৮টি নলূকূপ জমিদাতার হাতে নলকূপ মেরামতের জন্য টুলকিট ব্যাগ তুলেদেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।