
বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিন¤্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিশু কিশোর সংগঠন নানান কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল তোধ্বনির মাধ্যমে শুভ সূচনা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, মসজিদ মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, রচনা প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোর ৬টায় স্থানীয় স্মৃতি সৌধে ইউএনও ফরিদা ইয়াসমিন শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে দিবসটির শুভ সূচনা করেন।