
শেখ শামীম: কলমাকান্দা থেকে: ময়মনসিংহ জেলার পুলিশের মাসিক কল্যাণ সভায় ত্রিশাল থানার এসআই দেবাশীষ সাহা শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছে। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাসাউড়া গ্রামের অজিত কুমার সাহার একমাত্র ছেলে । ত্রিশাল থানার ওয়ারেন্ট তামিলকারী, মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রন, আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে উল্লেখ যোগ্য ভূমিকা রাখায় ১১ নভেম্বর ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর নিকট থেকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সনদ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সহ পুলিশ কর্মকর্তারা।