
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় ইন্টার্ন ভাতার দাবীতে বোরবার দুপুরে সরকারি নার্সিং ইনস্টিটিউটের তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারিদের কর্মবিরুতি পালিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সদর হাসপাতালের সামনে এই কর্মবিরোতি পালন করা হয়।
কর্মবিরোতি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের নেতা বায়েজিদ আহমেদ, সোহেল মিয়া, মঞ্জুরুল সিদ্দিকী, আকাশ খান, সুর্বণা শান্তা ও জাফরিন সুলতানা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একদিকে কর্মকালীন সময়ে হোস্টেলের সুবিধা নাই। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত খরচ সব মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়। ইন্টার্ন স্যালারি বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত, সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করা ও সরকারি হাসপাতালে কর্মরত সকল ইন্টার্ন নার্সদের পাশাপাশি “ইন্টার্ন নার্স, জেলা সদর হাসপাতাল নেত্রকোনা” অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়।