
বিভাস. কলমাকান্দা (নেত্রকোনা):
নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী’র চাচা ইলিয়াস হোসেন কোকিল (৬২) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…….রাজিউন)। রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৫টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে কলমাকান্দা উপজেলার চত্রংপুর নিজ গ্রামের সার্বজনীন কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।