
বারহাট্টা প্রতিনিধি: ‘গ্রাহক গ্রাহক ভাই ভাই,দল মতে বিভেদ নাই’ শ্লোগানে ও বিদ্যুতের গ্রাহকদের হয়রানির প্রতবাদে নেত্রকোণার বারহাট্টায় মঙ্গলবার বিকেলে মানববন্ধন,বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। যখন তখন বিদ্যুৎ বন্ধ, মাত্রাতিরিক্ত লোডশেডিং পল্লীবিদ্যুতের সীমাহীন স্বেচ্চাচারিতা ও গ্রাহক হয়রানির প্রতিবাদে এই কর্মসূচী পালন করা হয়।
বারহাট্টা উপজেলার বাউসী নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ শেষে পল্লী বিদ্যুতের বারহাট্টার আন্দাজিইয়া এলাকার জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোব্ধ এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন, নাজমুল হক, আব্দুল মালেক, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রাজ্জাক, জুলহাস মিয়া প্রমুখ।
পরে এলাকাবাসী বিদ্যুতের লোডশিডিং কমাতে জোনাল অফিসের প্রকৌশলী মাহফুজুর রহমানের নিকট একটি স্মারকলিপি দেন এলাকাবাসী। এসময় প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, বিষয়টি সরেজমিন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।