
কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় থানা পুলিশের উদ্যেগে ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল, ইফটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ বখাটে কিশোর গ্যাং জরুরি সেবা ও হ্যালো এসপি বিষয়ক জনসচেতনা মূলক সভা করছে কলমাকান্দা থানা পুলিশ।
এর অংশ হিসাবে রহিমপুর মোহাম্মদিয়া দারুস সালাম দাখিল মাদ্রাসায় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভপতিত্ব করেন মাদ্রাসা সুপার আব্দুস সালাম ও প্রধান অতিথি হিসাবে প্রচারণা ও অবহিক করণ বিষয়ক দীর্ঘ বক্তব্য রাখেন, অফিসার ইনসার্জ (ওসি) আবুল কালাম পিপিএম। তিনি উপস্থিত শিক্ষক ছাত্র/ছাত্রী, ও অভিভাবকদের এ ব্যাপারে সচেতন থাকার জন্য আহবান জানান। কলমাকান্দা থানা পুলিশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত থাকবে বলে জানান ওসি আবুল কালাম পিপিএম। উল্লেখ্য জনবান্ধব উক্ত কার্যক্রম ব্যাপকভাবে উপজেলা ব্যাপি সারা ফেলেছে।