জাতীয় শোক দিবসে শেহাবি-তে ছাত্রলীগ নেতার উদ্যোগে বৃক্ষরোপন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়ের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।


বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শুভ্র চন্দন মহলী, পি এস টু ভিসি এনামুল হক আরাফাত, কম্পিউটার সায়েন্স এনড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আব্দুল্লা আল সিয়াম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এনামুল হক প্রমুখ।

বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।