
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার বাউসাম গ্রামের রতন মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (২০), লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলী ছেলে রফিকুল ইসলাম (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুই মাদককারবারি ভারতীয় মদ বিভিন্ন জায়গায় পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর এলাকায় কলমাকান্দা থানার এসআই সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালায়। এসময় মো. আব্দুস সালাম ও রফিকুল ইসলাম নামের দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে এসআই আশিকুর রহমানের নেতৃত্বে কলমাকান্দা উপজেলা সদরের আনন্দপুর এলাকা থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবাসহ রিটন বিশ্বাস (২৫) নামের একজনকে আটক করা হয়েছে। রিটন ওই এলাকার রতন বিশ্বাসের ছেলে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম পিপিএম বলেন, শুক্রবার সকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে তিন মাদককারকারিকে আটক করা হয়েছে। বিকেলে আটককৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।