কলমাকান্দায় নানান কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

বিভাস. কলমাকান্দা (নেত্রকোনা).
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সাড়ে ১০টায় আলোচনা সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম, কলমাকান্দা থানার ওসি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও আফরোজা বেগম প্রমুখ।
পরে দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের উদ্যোগে এক বিশাল শোক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে। এ র‌্যালিতে সংসদ সদস্য মানু মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সহসভাপতি ক্যামেলিয়া মজুমদার, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। র‌্যালি শেষে স্থানীয় সংসদ মানু মজুমদারের অর্থায়নে প্রায় ১০ হাজার প্যাকেট কাঙালী ভোজের আয়োজন করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।