
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় কলমাকান্দা সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (পিপিএম)। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক। এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন আহম্মেদ, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।