পূর্বধলায় সড়ক কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসীবপুর গ্রামের একটি সড়ক কেটে ফেলার প্রতিবাদে রোববার দুপুরে মানববন্ধন করা হয়েছে। সড়ক কেটে ফেলায় দুর্ভোগে পড়েছে চলাচলকারী প্রায় ২ শতাধিক পরিবার। এর প্রতিবাদে ও সড়কটি দ্রুত পুণ:নির্মাণের দাবীতে ভুক্তভোগীদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা জানায়, জেলার পূর্বধলা উপজেলার নসীবপুর গ্রামে দক্ষিণপাড়া অংশ থেকে ধলাই নদী পর্যন্ত রাস্তাটির পাশের একটি জমির পুরো অংশের ৫ফুট প্রসস্তের রাস্তাটির ৪ ফুটই কেটে জমির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।

এ সময় মানববন্ধনে উপস্থিত সাবেক মেম্বার মো: কামাল মিয়া জানান, রাস্তা কেটে ফেলা জমিটির মালিক একই গ্রামের মৃত শামছুল হকের ছেলে মহসিন ও নূর নবী শামীম। জমিটি বর্তমানে স্থানীয় বাসিন্দা কালামের কাছে বন্ধক রয়েছে। জমির মালিকের নির্দেশনায় কালামের অজান্তে গত কয়েকদিন আগে একই গ্রামের মোহাম্মদ আলী, রহমত আলী, কমল, বকুলসহ বেশ কয়েকজন মিলে দিন দুপুরে রাস্তাটি কেটে ফেলেছে। এতে এই রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় ২ শতাধিক পরিবারের লোকজন বিপাকে পড়ে। কোন যানবাহন নিয়ে এই রাস্তা দিয়ে যেতে পারছে না লোকজন। বিষয়টির প্রতিকার চেয়ে ইতি মধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।

জমির মালিক নূর নবী শামীমের মা মাজেদা খাতুন জানান, একই গ্রামে অন্য এক জায়গায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে একটি পক্ষ রাস্তাটি কেটে ফেলেছে। তবে এতে আমাদের কোন ইন্ধন নেই।
এ ব্যপারে পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল জানান, রাস্তা কেটে ফেলার বিষয়টি ইতিমধ্যে আমি শুনেছি। বিষয়টি দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, আমি এই কয়দিন প্রশিক্ষণে ছিলাম। আবেদনটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।