নেত্রকোণায় ভূমি ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান বিষয়ক সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উপহারের ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করা হয়।

জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের বিভাগের ভারপ্রাপ্ত উপসচিব বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অমিনেষ সোমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাবংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, আগামী ৯ই আগস্ট জেলার খালিয়াজুরী উপজেলায় ১৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও ঘর দেওয়া হবে। নেত্রকোনায় ৩৯২৭ টি পরিবারের মাঝে ঘর ও জমি দেওয়া হচ্ছে। এরমধ্যে প্রথম পর্যায়ে ৯৬০টি, দ্বিতীয় পর্যায়ে ৯২৫ টি, তৃতীয় পর্যায়ে ১১১৭ টি ও ৪র্থ পর্যায়ের প্রথম ধাপে ৪৭১ টি সহ মোট ৩৫৩৩ টি ‘ক’ শ্রেণির ঘর ও ২ শতাংশ করে জমি হস্তান্তর করা হয়েছে। খালিয়াজুরী উপজেলায় বরাদ্দ সাপেক্ষে আরো ২৫৯ টি প্রদান করা হবে। এছাড়া জেলার বাকী ৯ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয় বলেও জানান তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।