
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি ) পুলিশ পূর্বধলার বীর বৈরাটী গ্রামে জুয়া খেলার আসরে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ সহ ৬ জুয়ারীকে আটক করেছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের তত্ত্বাবধানে ওসি ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহনূর আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাত সাড়ে তিনটার দিকে জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের বীর বৈরাটি গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, নগদ অর্থসহ ৬ জুয়ারীকে আটক করেছে।
আটককৃত জুয়ারীরা হচ্ছেন, ওই উপজেলার বীর বৈরাটী গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র রুকনউজ্জামান (৫০), মৃত আব্দুল গফুরের পুত্র মোঃ শাহজাহান মিয়া (৫২), কাজলা গ্রামের সাইন উদ্দিনের পুত্র শামীম মিয়া (৩৮), দারিয়াকোনা গ্রামের মৃত নাজের উদ্দিনের পুত্র শহীদ মিয়া (৪৮), কাজলা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ফজলু মিয়া (৫০) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পালহাটি গ্রামের হাতেম উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম(৬৫)।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ শাহনুর আলম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়।