জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশ সেরা কলমাকান্দার জীম

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ‘খ’ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন নেত্রকোনার কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী তানজিনা সুলতানা জীম। সোমবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ.এম ইলিয়াস।
জীম কলমাকান্দা সদর ইউনিয়নের মন্তলা গ্রামের আবুল কাসেমের মেয়ে। এর আগে সে কলমাকান্দা উপজেলা, নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সেখানেও সে প্রথম হয়।
তানজিনা সুলতানা জীমের বাবা মো. আবুল কাসেম ও মা সালমা আক্তার জানান, গত বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০২৩ এ অংশগ্রহণ করে জীম। সেখানে সে প্রথম স্থান অর্জন করে। এরআগেও জীম জাতীয় শিক্ষা সপ্তাহে ভাব সংগীতে অংশ গ্রহণ করে ময়মনসিংহ বিভাগে প্রথম হয়েছিল। তার ছেলে আহাদ সুলতান আলিফ চ্যানেল আই এ গানের রাজা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা আট তে অবস্থান করেছিল।
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক এইচ.এম. ইলিয়াস বলেন, আমাদের বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তানজিনা সুলতানা জীম। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২৩ এ ‘খ’ ক্যাটাগরিতে (ভাব সংগীত) দেশ সেরা হয়েছে। সে আমাদের বিদ্যালয়ের অহংকার। তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।