কামাল উদ্দীন রানাকে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক করায় কলমাকান্দায় আনন্দ মিছিল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দিন রানাকে ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করায় নেত্রকোনার কলমাকান্দায় আনন্দ মিছিল হয়েছে।  উপজেলা ছাত্র লীগের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মিষ্টি বিতরণ করা হয়।

কামাল উদ্দিন রানা কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের শিবনগর গ্রামের ইউনুছ আলী ছেলে।

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মো. আওয়াল মিয়া, কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান, সম্পাদক ইনসান মিয়া, কলমাকান্দা সদর ছাত্র লীগের আহ্বায়ক শেখ শাখিল, যুগ্মসম্পাদক রঞ্জন বিশ্বাস প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।