কলমাকান্দায় ভারতীয় মদসহ দুই মাদক কারবারি আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ২৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার লেংগুরা ইউনিয়নের জিগাতলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোজাহিদ (২০) ও দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের হাতেম আলী ছেলে মো. আব্দুল্লাহ (২১)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গৌরীপুর এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে আটককৃতদের নামে থানায় মামলা দায়ের করে রোববার সকালে নেত্রকোনা আদালতে প্রেরণ করা করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।