
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ যোগদান করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের উপস্থিতিতে নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর, এনডিসি মো. মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শাহেদ পারভেজ ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি জয়পুরহাটের কালাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।এরপর তিনি পাবনা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক ও সবশেষ স্থানীয় সরকার বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
শিশু জীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ হন।পরে ঢাকা বিশ^ বিদ্যালয়ে বায়োকেমেস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে পাবলিক পলিসির ওপর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।