
বিশেষ প্রতিনিধি: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণার কুমড়ি এলাকায় সরকারি শিশু পরিবারে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকালে যুগান্তর জেলা প্রতিনিধি কামাল হোসাইনের উদ্যোগে সরকারি শিশু পরিবারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি শিশু পরিবার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি শিশু পরিবার (বালক) এর তত্বাবধায়ক মোঃ তারেক হোসেন, সাংবাদিক তোফায়েল ইসলাম শাহীন, সালাহ উদ্দিন খান রোবেল, গোলাম কিবরিয়া সোহেলসহ শিশু পরিবারের শতাধিক শিক্ষার্থী।