নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ কলমাকান্দার ওসি আবুল কালাম

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামকে (পিপিএম) জেলায় শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা ও ওয়ারেন্ট তামিলে সাফল্য অর্জন করায় এ ঘোষণা দেন। অপরদিকে একই থানার এসআই সুব্রত চক্রবর্তী ও এএসআই মামুন ইবনে হেলাল জেলায় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল করায় তাদেরকে জেলায় শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দেন। পরে এ তিনজনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওই পুলিশ সুপার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান প্রমুখ।
এ ব্যাপারে ওসি আবুল কালাম জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে কলমাকান্দা থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সর্বোচ্চ সেবা প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।