কলমাকান্দায় জুয়ার আসর থেকে ১২ জুয়ারি আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় জুয়া খেলার আসর থেকে ১২ জন জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারের ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মো. সাজল মিয়া (৩৮), মো. আল মামুন (২৫), মো. আল আমিন (৩৬), মো. হানিফ মিয়া (৪৫) ও রংছাতি ইউনিয়নের মো. ফারুক মিয়া (৩০), মো. আইনল হক (২৫), মো. আরাফাত হোসেন মৌলা (৩৪), মো. উজ্জ্বল মিয়া (২৮), মো. রিপন মিয়া (৩৫), মো. আমিরুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (৩০) ও মো. তারেকুজ্জামান (৩২)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, জুয়া খেলার খবর পেয়ে ডাইয়ারকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১২ জন জুয়ারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১৬ হাজার ৭৯০টাকা উদ্ধার করা হয়। পরে বুধবার সকালে আটককৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।