
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় অনলাইন জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত রোববার রাতে উপজেলার লেংগুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল আজিজের চায়ের দোকানের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার লেংগুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের হাফেজ মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন, মো. আজিজুল হকের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩), মো. আব্দুর রহিমের ছেলে মো. সাইফুল্লাহ (১৮), মো. আলাল মিয়ার ছেলে মো. আতাবুর (২৪), রইছ উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (১৯), জিগাতলা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. লাদেন মিয়া (২৩)।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, অনলাইনে জুয়া খেলার সংবাদ পেয়ে মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে সোমবার তাদের নামে থানায় মামলা দায়ের করে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।