
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ২৪ বোতল ভারতীয়মদ মো.আকাশ মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত আকাশ মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কালাগড় গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা করে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত চক্রবর্তী ও এসআই মো. সামিউল ইসলাম। এই অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ মো. আকাশ মিয়া (২৪) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বুধবার দুপরে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।