মদনে হতদরিদ্রের ঈদসামগ্রী দিল লেডিস ক্লাব

 

স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনার মদনে অসহায় হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার লেডিস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার পাবলিক হলে সুবিধাভোগীদের মাঝে এ উপহার বিতরণ করেন লেডিস ক্লাবের সভানেত্রী ও শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি কলেজের প্রভাষক মোছাঃ মাশরুহা জাহান।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ফাতেমা তুজ ঝুমুর।  এ সময় উপস্থিত ছিলেন, লেডিস ক্লাবের সভানেত্রী খালেদা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ,লেডিস ক্লাবের সভানেত্রী ও শিক্ষিকা মরিয়ম আক্তার প্রমূখ।

 

উপজেলার ১০০ সুবিধাভোগীর মাঝে ঈদ উপহার হিসাবে চাল,ডাল,তেল,সেমাই,চিনি,নুডুস বিতরণ করা ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।