
স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনার মদনে অসহায় হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার লেডিস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার পাবলিক হলে সুবিধাভোগীদের মাঝে এ উপহার বিতরণ করেন লেডিস ক্লাবের সভানেত্রী ও শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি কলেজের প্রভাষক মোছাঃ মাশরুহা জাহান।
ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ফাতেমা তুজ ঝুমুর। এ সময় উপস্থিত ছিলেন, লেডিস ক্লাবের সভানেত্রী খালেদা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ,লেডিস ক্লাবের সভানেত্রী ও শিক্ষিকা মরিয়ম আক্তার প্রমূখ।
উপজেলার ১০০ সুবিধাভোগীর মাঝে ঈদ উপহার হিসাবে চাল,ডাল,তেল,সেমাই,চিনি,নুডুস বিতরণ করা ।