নেত্রকোণায় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা করা হয়। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা করা হয়।

মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেন, তিনি যোগদানের পর গত ১০ মাসে জেলায় ২২০টি চোরাচালান মামলা করা হয়। এসব মামলায় ৮২৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৮৭ হাজার ৪৭৬ কেজি ভারতীয় চিনিসহ প্রায় ১ কোটি ৭৫ হাজার ৬শত টাকার মালামাল জব্দ করা হয়। এছাড়া একই সময়ে ৫০৯ টি মাদকের মামলায় ৮২৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ১ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৮৮৫ টাকার মাদক উদ্ধার করা হয়।

এদিকে ২৮ টি জুয়া আইনের মামলায় ১৬৬ জনকে গ্রেফতার করা হয়। গরু ও গাড়ি চুরির ৩৬টি মামলায় ৬৯ জনকে গ্রেফতার করে ৩৫ টি গরু ও ১১ টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এছাড়া ৬ হাজার ৩২৫ টি ওয়ারেন্ট নিষ্পত্তিসহ ৬৮১ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তিনি আরো বলেন, জেলা ট্রাফিক পুলিশের পক্ষে ১৬ হাজার ৫৮৪ টি মামলায় ৮৫ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা জড়িমানা আদায় করা হয়েছে।

মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার আরো বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় কোরবানীর পশু ক্রয়ের সাথ হাট থেকে লবণও কিনতে হবে। যাতে তাৎক্ষণিক পশুর চামড়া বিক্রয় করতে না পারলে তা কয়েক দিনের জন্য সংরক্ষণ করে রাখা যায়। এছাড়া ঈদের বাসা বাড়িতে নিজ উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়া যাবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ লুৎফর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিবলী সাদিক, ডিআইও-১ মিজানুর রহমান, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুল হক, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান খান, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তীসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।