কলমাকান্দায় ১৫ দিন ব্যাপী বেকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সমাপ্ত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে সোমবার উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার নন্দন সরকার, কলমাকান্দা উপজেলা সহকারি প্রোগ্রামার রাসেল আহম্মেদ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।