কলমাকান্দায় কোরবানির হাটে কাজ করছে তিন ভেটেরিনারি মেডিকেল টিম

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এবার কোরবানির পশুর হাটে অসুস্থ গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন তিনটি ভেটেরিনারি মেডিকেল টিম। একজন ডাক্তার ও দু’জন সহকারি নিয়ে একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। অর্থাৎ উপজেলায় বিভিন্ন হাটে তিন সদস্যের ৩টি টিম কাজ করছে। এই টিমগুলোতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ার পারভেজ ও ডা. সোমাইয়া আক্তার সুইটি।
সোমবার বিকেলে উপজেলার পাঁচগাঁও হাটে গিয়ে দেখা গেছে, ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ার পারভেজের নেতৃত্বে একটি টিম কাজ করছে। তারা ঘুরে দেখছেন হাটে কোন পশু অসুস্থ হয়েছে কি না। যেসব পশু অসুস্থ হচ্ছে সেগুলোকে দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকার বলেন, উপজেলায় বিভিন্ন পশুর হাটে তিনটি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। যেকোনো পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন তারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।