
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টার উপজেলার কর্ণপুর ও সদরের বাঘরুয়া গ্রাম কংস নদীর ভাঙন রক্ষা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ওই উপজেলার রায়পুর ইউনিয়নের কর্ণপুর গ্রামে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে প্রকল্পটির উদ্ধোধন করা হয়।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী মো: সারোয়ার জাহানের সভাপতিত্বে প্রকল্পটির উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের কৃষি,পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) একেএম ফজলুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ছায়েদুজ্জামান, পাউবোর বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম ও বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম প্রমূখ।
মোট ৭ টি প্যাকেজে ৪৭ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২ দশমিক ৮০ কিলোমিটার ব্যয়ে শেষ হবে কাজ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে কর্ণপুর, পাঁচপাই, বাঘরুয়া ও বাড়িতাতিয়র গ্রামের অন্তত দেড় হাজার বাড়িঘর সহ কয়েক হাজার হেক্টর ফসলি জমি রক্ষা হবে। সরকারের উন্নয়ন ধারাবাহিকতার অংশ হিসেবে গ্রাম কংস নদীর ভাঙন রক্ষা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।