
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় জুয়ার আসনে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. দুলাল মিয়া (৫৫), একই এলাকার মৃত-আব্দুল মমিনের ছেলে মো. লিটন মিয়া (৪৫), মৃত-আমছর আলীর ছেলে মো. শহিদ মিয়া (৬০) ও নাজিরপুর গ্রামের মৃত-আবতাব উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫)।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় খেলার সরঞ্জাম ও নগদ ২ হাজার ৭৩০টাকাসহ তাদের আটক করা হয়েছে। পরে সোমবার দুপুরে আটককৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়।