
স্টাফ রির্পোটার : নেত্রকোণার পূর্বধলায় অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার ও মামলার আসামি ধরতে গিয়ে আসামির পক্ষের লোকজনের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ আত্মরক্ষায় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার ভোরে জারিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন থানার উপপরিদর্শক (এস আই) মোশাররফ হোসেন, কনস্টেবল জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম। আর আটক হওয়া ব্যক্তিরা হলেন, ওই এলাকার বাসিন্দা মমতাজ উদ্দিন (৫৫), বাবুল পালোয়ানের স্ত্রী ফরিদা খাতুন (৩৫) ও তাদের ছেলে হৃদয় (১৯)।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, একটি অপহরণ মামলার পলাতক আসামি ও অপহৃতকে ধরতে গত সোমবার রাত পৌনে চারটার দিকে জারিয়া পূর্বপাড়া এলাকায় কয়েকজন পুলিশ সদস্য অবস্থান নেন। কিছুক্ষণ পর গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে মামলার বাদী ও অপহৃত ছাত্রীর বাবা পুলিশ নিয়ে সেখানে যান। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় আসামি পক্ষের লোকজন। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষায় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি চালায়। পরে স্থানীয় লোকজনসহ অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পূর্বধলা থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, উপজেলার খলিশাউড় ইউনিয়নের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) গত ৫জুন মাদ্রাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা অপহরণ করে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় জারিয়া পূর্বপাড়া গ্রামের মেহেদী হাসান ইমন ওরফে বাবু (১৯), মনারকান্দা গ্রামের রিয়াল মিয়া (১৯) ও জারিয়া গ্রামের তোফায়েল মিয়াকে (৩২) আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ আসামিকে আটকের জন্য মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আসামি পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামিপক্ষের লোকজনের হামলায় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আত্মরক্ষায় দুই রাউন্ড গুলি করা হয়। আহতরাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারসহ অপহৃত ছাত্রীকে উদ্ধারে অভিযান চলছে।