কলমাকান্দায় শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর বার্ষিক সভা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপার্স হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার। উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান এইচএম ইলিয়াসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মোশফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নেত্রকোনা ও সুমাগঞ্জ জেলা ক্লাস্টার কমিটির চেয়ারম্যান শাফায়েত আহমাদ, সাধারণ সম্পাদক কেশব কুমার বণিক, শেরপুর জেলা এডিএম তোফায়েল আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, ওই লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক, ট্রেজারার আলী ইসলাম, ডিরেক্টর কাজল ঘোষ, মুহাম্মদ বিদ্যা মিয়া প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।