কলমাকান্দায় হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় আল আমিন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শুকুর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে শুকুর আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কলমাকান্দা থানা পুলিশ। গ্রেপ্তার শুকুর আলী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর গ্রামের আনসার আলীর ছেলে। আর আল আমিন উপজেলার একই ইউনিয়নের রংছাতি গ্রামের খোকা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর কলমাকান্দার পাঁচগাও বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. আল আমিনকে নিয়ে শুকুর আলী কলমাকান্দার উদ্দেশ্য রওনা হয়। পথে নল্লাপাড়া এলাকায় শুকুর আলী ও তার লোকজন মিলে আল আমিনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পাশের একটি খেতে ফেলে দেয়। পরে তার মোটরসাইকেলটি নিয়ে যায় শুকুর আলীরা। পরদিন এঘটনায় নিহতের বাবা খোকা মিয়া বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে শুকুর আলী (৩৮), নাজিম মিয়া (৪৫) ও মোজাম্মেল হক (৪২) নামের তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে এ মামলায় শুকুর আলী ৫ বছর, নাজিম মিয়া ও মোজাম্মেল হক ৩ মাস কারাভোগ করে আদালতের মাধ্যমে জামিনে আসেন। জামিনে আসার পর থেকে শুকুর আলী পলাতক ছিলেন।
পরে চলতি বছরের ৫ এপ্রিল নেত্রকোনা জেলা দায়রা জজ আদালতের বিচারক আসামি শুকুর আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মুত্যুদন্ডের রায় দেন। অপর দুই আসামি মো. নাজিম মিয়া ও মো. মোজাম্মেল হককে বেখসুর খালাসের রায় দেন।
এসব তথ্য নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শুকুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার বিকেলে জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।