
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা এলাকায় রেল লাইনের ওপর বালুবাহী একটি ট্রাকের এক্সেল ভেঙে যায়। এতে করে ট্রাকটি রেল লাইনে আটকা যায়। এদিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে জালশুকা স্টেশন থেকে ট্রেনও ছেড়ে যায়। মাত্র ৫ মিনিটের মধ্যেই স্টেশন মাস্টারকে মুঠোফোনে জানানো হলে ট্রেনটি থামানো হয়। এতে দুর্ঘটনা তেকে রক্ষা পায় ট্রেনটি। আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে ময়মনসিংহ-জারিয়া রেলপথের জালশুকা লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, রেল গেইট ম্যান ও স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ রেল স্টেশন থেকে পূর্বধলা উপজেলার জারিয়াগামী একটি লোকাল ট্রেন ছেড়ে আসার সময় হলে ওই উপজেলার জালশুকা লেভেল ক্রসিং এ বালুবাহী একটি ট্রাক আটকে যায়। এসময় কর্তৃপক্ষের সাথে কথা বলে জালশুকা স্টেশনে ট্রেনটি থামানো হয়। এসময় ওই স্টেশনে ট্রেনটি থেমে থাকায় কিছু যাত্রীরা হেঁটে গন্তব্যস্থলে যায়। পরে প্রায় পঞ্চাশ মিনিট পরে ট্রাকের বালু সরিয়ে স্থানীয়দের সহযোগীতায় ট্রাকটি সরানো হয়।
ওই রেল লাইনের জালশুকা লেভেল ক্রসিংয়ের গেইটম্যান শামছুল হক বলেন, ট্রেনে আসার কয়েক মিনিট আগে রেল লাইনে উঠতেই একটি ট্রাকের এক্সেল ভেঙে যায়। এতে করে স্থানীয়দের মাঝে আতংক দেখা দেয়। পরে মুঠোফোনে জালশুকা স্টেশন মাস্টারকে জানিয়ে ট্রেনটি থামানো হয়।
পূর্বধলা স্টেশন মাস্টার আবদুল মোমেন বলেন, ট্রাকের এক্সেল ভেঙে যাওয়ার খবরে জালশুকা স্টেশনে ট্রেনটি প্রায় পঞ্চাশ মিনিট থামিয়ে রাখা হয়। পরে ট্রাকটি সরিয়ে আবার লাইন স্বাভাবিক করা হয়।