সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রির্পোটার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির স্ত্রী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবিকা অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা (৬২) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।

এ দম্পতির কোনো সন্তান-সন্তুতি নেই। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর কাকরাইলের সার্কিট হাউজ মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৩টার দিকে মরদেহ নেত্রকোণা শহরের মোক্তারপাড়ার বাসায় নেয়া হলে বাসাটিতে হাজারও মানুষের ঢল নামে। বিকাল ৫টায় মোক্তারপাড়া মাঠে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে সন্ধ্যায় ৬টায় দ্বিতীয় জানাজা শেষে পৌরকবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নেত্রকোণার শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ কামরুন্নেছা আশরাফ দীনা কৈশোরকালে জাতীয় পর্যায়ের ভলিবল ও ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। পরবর্তীকালে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া, শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দি হলিচাইল্ড কিন্ডারগার্টেন, কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, হেনা ইসলাম কলেজ এবং দীনা আশরাফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়া বিভিন্ন সময়ে শ্রম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী সদস্য, প্যারা অলিম্পিকের নির্বাহী সদস্য, বিশেষ অলিম্পিকের কেন্দ্রীয় পরিচালক, শেখ রাসেল ক্রীড়া একাডেমির সহসভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, নেত্রকোণার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যকরি সদস্য, দত্ত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং চন্দ্রনাথ কলেজের দাতা সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে জেলা শহরে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শোক: কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোক বিবৃতিতে কামরুন্নেছা আশরাফ দীনার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গ্রণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এদিকে শুক্রবার সকাল ৯টায় ঢাকার কাকরাইল সার্কিট হাউজ মাঠে প্রথম জানাযা শেষে কামরুন্নেসা আশরাফ দীনা’র মরদেহ নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে আনার পর আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্থরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শ্রদ্ধা জানান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য মানু মজুমদার, মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম কবীর, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শফি আহমেদ, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকোট শামসুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মানিক, রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

পরে বিকাল ছয়টায় মোক্তারপাড়া ঈদগাহ্ মাঠে দ্বিতীয় জানাযা শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাতপাই পৌর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
কিডনী জনিত অসুস্থ হয়ে বেশ কয়েকদিন যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় ১লা জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।