সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রির্পোটার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির স্ত্রী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবিকা অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা (৬২) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।

এ দম্পতির কোনো সন্তান-সন্তুতি নেই। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর কাকরাইলের সার্কিট হাউজ মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৩টার দিকে মরদেহ নেত্রকোণা শহরের মোক্তারপাড়ার বাসায় নেয়া হলে বাসাটিতে হাজারও মানুষের ঢল নামে। বিকাল ৫টায় মোক্তারপাড়া মাঠে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে সন্ধ্যায় ৬টায় দ্বিতীয় জানাজা শেষে পৌরকবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

নেত্রকোণার শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ কামরুন্নেছা আশরাফ দীনা কৈশোরকালে জাতীয় পর্যায়ের ভলিবল ও ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। পরবর্তীকালে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া, শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দি হলিচাইল্ড কিন্ডারগার্টেন, কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, হেনা ইসলাম কলেজ এবং দীনা আশরাফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়া বিভিন্ন সময়ে শ্রম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী সদস্য, প্যারা অলিম্পিকের নির্বাহী সদস্য, বিশেষ অলিম্পিকের কেন্দ্রীয় পরিচালক, শেখ রাসেল ক্রীড়া একাডেমির সহসভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, নেত্রকোণার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যকরি সদস্য, দত্ত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং চন্দ্রনাথ কলেজের দাতা সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে জেলা শহরে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শোক: কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোক বিবৃতিতে কামরুন্নেছা আশরাফ দীনার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গ্রণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।