
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরির মেন্দিপুর গ্রামে জমি দখলে বাধা দেওয়ায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের অভিযোগ ওঠেছে। ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বিকেল তিনটার দিকে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেন্দিপুর গ্রামবাসীর ব্যানারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। পরে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মেন্দিপুর গ্রামের কৃষক গনি মিয়া, রিপন মিয়া, সরোয়ার জাহান, গোলাপ মিয়া, টিটন মিয়া, সাকিব পাঠন, কামরুল হাসান প্রমুখ।
বক্তরা জানান, বৈশাখালিকান্দা হাওরে প্রায় তিন একরের বেশি সরকারি পতিত জমিতে স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে খেতের বোরো ধান কেটে তাতে শুকোনোসহ বিভিন্ন কাজে ব্যবহার করে আসছিল। এবার ওই গ্রামের কৃষক নুরুল আমিন চৌধুরী ও তার ভাতিজা আবুল বাশাররা তা নিজেদের দখলে নিয়ে তিল বপন করেন। এতে এলাকাবাসী বাধা দেয়। গত বৃহস্পতিবার রাতে বপন করা তিল গাছ উপড়ে ও কেটে নষ্ট করে দুর্বত্তরা। ঘটনার পর দিন আবুল বাশারের ভাতিজা শাহ আলম বাদী হয়ে থানায় ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন। এর প্রতিবাদে বুধবার এলাকাবাসী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে।
গ্রামের কৃষক গনি মিয়া বলেন, হাওরের ওই উঁচু জায়গাটিতে আমরা গ্রামবাসী বছরের পর বছর ধান মাড়াই, শুকানো, খড় শুকানো, গরু ছাগল চড়ানোসহ বিভিন্ন কাজে ব্যবহার করে আসছি। কিন্তু এবার গ্রামের নুরুল আমিন চৌধুরী ও তাদের পরিবারের লোকজন দখল করে তিল বপন করে। এতে আমরা বাধা দিলে তাদের সঙ্গে ঝামেলার সৃষ্টি হয়। গত কয়েক দিন আগে তারা নিজেরা তিল কেটে নষ্ট করে এখন আমাদের নামে মিথ্য মামলা দিয়ে হয়রানি করছে। আমরা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
তবে এ ব্যাপারে জানতে চাইলে আবুল বাসার চৌধুরীর ছেলে ইমরান চৌধুরী বলেন, ‘জায়গাটি আমাদের নিজের। ১৯৮২ সালের বিআরএস দাগে ভুলবশত দুই একরের বেশি জায়গা সরকারের নামে উঠে যায়। আমরা তা সংশোধনে আদালতে মামলা করেছি। এ ছাড়া প্রশাসনের অনুমতি নিয়ে তিল বপন করা হয়েছিল। কিন্তু গ্রামের কিছুলোক রাতের আধারে তিল গাছের চারা কেটে ও উপড়ে নষ্ট করেছে। এতে প্রায় তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বলেন, তিল ফসল নষ্ট করার অভিযোগে থানায় মামলা কয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।