নেত্রকোণায় বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালী

বিশেষ প্রতিনিধি: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, প্যানেল মেয়র এম মহসিন আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

এর আগে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে তামাকের ক্ষতিকর বিষয় উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা: অভিজিৎ লৌহ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।